চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন শুক্রবার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:০৭

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির স্থগিত হওয়া নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।


২০২৫-২৬ মেয়াদের এই নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার।


পরিচালক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু গ্লিটজকে বলেন, "স্থগিত হওয়া নির্বাচনের নতুন তারিখ হিসেবে আগামী ১০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আমরা দুই প্যানেলের সবার সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছি।"


এর আগে গত ২৮ ডিসেম্বর পরিচালক সমিতির নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে এসে তা স্থগিত হয়ে যায়।


তখন স্থগিতের কারণ হিসেবে গ্লিটজকে এই নির্বাচন কমিশনার বলেন, “কেপিআইভুক্ত এরিয়া হওয়ায় এফডিসিতে নির্বাচন করার অনুমতি দিচ্ছেন না এফডিসির ব্যবস্থাপনা পরিচালক।”


নির্বাচনের তারিখ ঠিক হলেও স্থান এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও