অনিয়ন্ত্রিত হাত কাঁপা
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:৪৫
ভয় পেলে বা দুশ্চিন্তাগ্রস্ত হলে অনেকেরই হাত কাঁপে। অনেক সময় শারীরিক দুর্বলতার কারণেও হাত কাঁপতে পারে। কিন্তু অকারণে মাত্রাতিরিক্ত হাত কাঁপলে হাতের সূক্ষ্ম কাজগুলো, যেমন লেখালেখি কিংবা সেলাই করা, জামাকাপড় পরার মতো কাজ প্রায় অসম্ভব হয়ে পড়ে।
কারণ
মানসিক দুশ্চিন্তা।
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন শ্বাসকষ্টের জন্য ব্যবহৃত বিভিন্ন ওষুধ (সালবিউটামল, থিওফাইলিন) সেবনে হাত-পা কাঁপতে পারে।
থাইরয়েড হরমোনের সমস্যা, যেমন এ হরমোনের আধিক্য হলে হাত কাঁপে। তবে এ ক্ষেত্রে রোগীর ওজন মাত্রাতিরিক্ত কমে যায়।
এসেনশিয়াল ট্রেমর আরেকটি কারণ। বংশগত এ রোগে হাত-পা কাঁপার সঙ্গে মাথাও কাঁপে।
পারকিনসন একধরনের স্নায়ুরোগ, যেখানে রোগীর হাত কাঁপার সঙ্গে হাঁটাচলার গতি ধীর হয়ে যায়।