আ.লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল: মামুনুল হক

যুগান্তর প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১০:২৯

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ত্যাগের বস্তু নয়, বরং ভোগের বস্তু মনে করেছিল।কিন্তু ইসলাম রাষ্ট্র ক্ষমতাকে ভোগের বস্তু নয়, ত্যাগের জিনিস মনে করে।


মঙ্গলবার রাত ১০টায় ফরিদপুরের সালথার বড় লক্ষনদিয়ায় মাওলানা ছায়েনুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, দেশে প্রচলিত পশ্চিমা সংস্কৃতির রাজনৈতিক ব্যবস্থায়, রাজনৈতিক নেতারা তাদের নিজেদের স্বার্থে লক্ষ লক্ষ যুবক ছেলেদের লালন করে। যার ফলে দেশে যুব সমাজ ভালো কাজে নিয়োগ পায় না, এজন্য দেশে বেকারত্ব বেড়েছে।তাই সমাজে এমন একধারার রাজনীতির বাস্তবায়ন করতে হবে যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি ভোগের রাজনীতি নয়। বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করে, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি আমরা কায়েম করতে চাই। দুনিয়া ও আখেরাতে শান্তিতে থাকার একটাই পথ, তা হচ্ছে আল্লাহর আইন মেনে জীবন পরিচালিত করতে হবে।তাই বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে, আলেমদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও