ষষ্ঠ একনেক সভা আজ : কর ভবনসহ ১০ প্রকল্প চূড়ান্ত অনুমোদনের সম্ভাবনা

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১০:১৯

চলতি ২০২৪-২৫ অর্থবছরে সরকার গ্যাস সরবরাহ এবং রাজস্ব বৃদ্ধির পাশাপাশি শিল্প ও কৃষি খাতের উন্নয়নে আরও ১০টি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার অন্তর্বর্তী সরকারের ষষ্ঠ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদনের সম্ভাবনা রয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় হবে ৮ হাজার ২৯৩ কোটি টাকা, যার অধিকাংশ খরচ বহন করবে সরকার, এমনটি একনেক সূত্রে জানা গেছে।


সূত্রের মতে, এবারের একনেক সভায় ১০টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে, যার মধ্যে ছয়টি নতুন ও চারটি সংশোধিত প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর মধ্যে ভৌত ও অবকাঠামো বিভাগের পাঁচটি; কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের তিনটি; শিল্প ও শক্তি বিভাগের একটি এবং আর্থসামাজিক অবকাঠামো বিভাগের একটি প্রকল্প অন্তর্ভুক্ত। একনেক সভায় উত্থাপন হওয়ার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এসব প্রকল্পের অনুমোদন দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও