You have reached your daily news limit

Please log in to continue


সালতামামি এবং নতুন বছরের সম্ভাবনা

২০২৪ খ্রিস্টাব্দকে পেছনে ফেলে আমরা ২০২৫ খ্রিস্টাব্দ ধরে অগ্রসর হচ্ছি। এর মধ্যে পুরনো বছরের অভিজ্ঞতা ও নতুন বছরের সম্ভাবনা নিয়ে চিন্তা করা খুব স্বাভাবিক। গুরুত্বের সঙ্গে বিবেচনা করলে দেখা যায় যে স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর মধ্যে ২০২৪ খ্রিস্টাব্দের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে পালিয়ে যাওয়া একটি। এই ঘটনা দ্বারা বাংলাদেশের রাজনীতির গতি-প্রকৃতিতে মৌলিক পরিবর্তন ঘটে যাচ্ছে বলে মনে হয়।

বাংলাদেশের রাজনীতি দেশীয় রাজনীতিবিদদের আয়ত্তের বাইরে যেতে যেতে এবার যেন অনন্তকালের জন্য তা রাজনীতিকদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। আমি সব সময় লেখা ও কথা বলার মধ্য দিয়ে বলে এসেছি যে রাষ্ট্রের রাজনীতি রাষ্ট্রের রাজনীতিবিদদের নেতাকর্মীদের আয়ত্তের মধ্যে রাখা উচিত। কিন্তু আমি আমার চিন্তার সমার্থক কিংবা সহযোগী একজন চিন্তাশীল সক্রিয় ব্যক্তিকেও এই বাংলাদেশে খুঁজে পাইনি। আমি শুভবুদ্ধির স্থায়ী জাগরণ ও অশুভবুদ্ধির স্থায়ী পরাজয় কামনা করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন