ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৬১ জন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ২০:২৬

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময়ে এ রোগে কারও মৃত্যু হয়নি।


এতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৪১৮ জন হয়েছে। মৃত্যু হয়েছে ৩ জনের।


স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের একদিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৬ জন, ঢাকা বিভাগে আটজন, ময়মনসিংহ বিভাগে দুইজন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে একজন এবং বরিশাল বিভাগে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।


বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৯০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১৮৪ জন।


দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মারা যান ৫৭৫ জন। এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এ সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও