চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি প্রত্যাখ্যান ইসিবির

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ২০:১৫

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করার জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ রাজনীতিবিদদের একটি দল। আফগানিস্তানে তালেবান শাসনে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এই দাবি তুলেছেন তারা। তবে সেই দাবি প্রত্যাখ্যান করে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেছেন, এই বিষয়ে তাদের এককভাবে কোনো পদক্ষেপ নেওয়ার চেয়ে আইসিসির নেতৃত্বে সম্মিলিতভাবে কিছু করা উচিত।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচ না খেলার আহ্বান জানিয়ে ইসিবির কাছে চিঠি লিখেছেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টোনিয়া অ্যান্টোনিয়াজি। ওই চিঠিতে স্বাক্ষর করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের ১৬০ জনের বেশি সদস্য।


চিঠিতে আফগানিস্তানে তালেবান শাসনে নারীদের প্রতি বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২১ সালের অগাস্টে তালেবানরা ক্ষমতায় ফেরার পর থেকেই আফগান নারীদের রুদ্ধ করে রাখার পদক্ষেপ এসেছে একের পর এক। নারীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে অনেক আগেই। সমাজ ও রাষ্ট্রের নানা ক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ একদম সীমিত করা হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও