খালেদা জিয়ার লন্ডনযাত্রা ঘিরে বিমানবন্দর এলাকায় বাড়তি নিরাপত্তা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রা সামনে রেখে রাজধানীর শাহজালাল বিমানবন্দর এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।
খালেদা জিয়া যখন বিমানবন্দরে যাবেন, নেতাকর্মীদের ফুটপাথে তখন দাঁড়িয়ে বিদায় জানানোর অনুরোধ জানিয়েছে বিএনপি। মূলত এ কারণে বিমানবন্দর এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’। অ্যাম্বুলেন্সটি সোমবারই ঢাকায় এসেছে, সেটিকে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে রাখা হয়েছে।
সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার রাত ৮টায় তার গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন।
“তিনি রাত ৯টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত ১০টায় রয়্যাল কাতার আমারি এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের উদ্দেশে রওয়ানা দেবেন।”