You have reached your daily news limit

Please log in to continue


ব্যাটিং-বোলিংয়ের পর শান্ত এখন ‘উইকেটকিপার’

বাংলাদেশের দুই ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এর আগে ক্রিকেট মাঠে দুই (ব্যাটিং-বোলিং) ভূমিকায় দেখা গেছে। তবে স্বীকৃত ক্রিকেটে তিনি কখনও উইকেটরক্ষক ছিলেন কি না, তা মনে করতে বেশ বেগ পেতে হতে পারে। সেই অপূর্ণতা পূরণ করলেন আজ (মঙ্গলবার)। বিপিএলে ফরচুন বরিশালের একাদশে শান্ত’র নামের পাশে ‘উইকেটরক্ষক’ শব্দটি প্রথমে চমকে দিয়েছিল, পরে তার হাতে গ্লাভস আর পায়ে প্যাড দেখেই সেই চমক ভেঙেছে!

বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। যেখানে টস জিতে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ফলে সিলেটের বিপক্ষে কিপারের গ্লাভস-প্যাড পরে উইকেটের পেছনে দাঁড়ান বরিশালের শান্ত। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও, তাকে কখনও উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যায়নি। 

কেবল তাই নয়, অনূর্ধ্ব-১৯ দলেও দেশের হয়ে সাদা কিংবা লাল বলের কোনো ম্যাচে কিপার হিসেবে খেলেননি শান্ত। টি-টোয়েন্টি ক্রিকেটে আগের ১৬৯ ম্যাচেও এই অভিজ্ঞতা তার ছিল না। শান্ত’র আজ সেই ‍সুযোগ মিলেছে নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ইনজুরি ও বিকল্প কিপার প্রিতম কুমার একাদশে না থাকায়। ঢাকায় বরিশালের শেষ ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক, সে কারণে সিলেটে গত ম্যাচেও তিনি উইকেটের পেছনে দাঁড়াননি। আজও তিনি আছেন দলের সাধারণ ফিল্ডার হিসেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন