স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবায় আসছে অ্যামাজন
আগামী দুই বছরের মধ্যে ইন্টারনেট স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে উচ্চগতির ব্রডব্যান্ড ও মোবাইল ফোন সিগন্যাল সরবরাহের পরিকল্পনা সামনে এনেছে অ্যামাজন।
ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টেলিগ্রাফ প্রতিবেদনে লিখেছে, অফকমের সঙ্গে এক নথিতে যুক্তরাজ্যের সব অংশে অবিচ্ছিন্ন ইন্টারনেট স্যাটেলাইট নেটওয়ার্ক সরবরাহের উদ্দেশ্য রূপরেখা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।
‘প্রজেক্ট কুইপার’-এর আওতায় ইলন মাস্কের স্পেসএক্স-এর স্টারলিংক ইন্টারনেট নেটওয়ার্কের মতো স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির জন্য পৃথিবীর নিম্ন কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইট পাঠাবে অ্যামাজন।
অ্যামাজনের লক্ষ্য হচ্ছে, গোটা বিশ্বের ব্রডব্র্যান্ড ইন্টারনেট খাতে বড় অগ্রগতি আনতে কুইপার প্রকল্পের অধীনে পৃথিবীর নিম্ন কক্ষপথে তিন হাজার ২৩৬টি স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে স্পেসএক্সের ইন্টারনেট সেবা স্টারলিংকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা।
এরইমধ্যে স্পেসএক্স সাত হাজারের বেশি স্টারলিংক স্যাটেলাইট স্থাপন করেছে, যা বিশ্বের ৯৫টি দেশে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
অ্যামাজনের অফকম ফাইলিংয়ে বলা হয়েছে, “স্যাটেলাইট নেটওয়ার্ক কুইপার সিস্টেমের ব্রডব্যান্ড যোগাযোগ সেবা যুক্তরাজ্যের বাসাবাড়ি, স্কুল, হাসপাতাল, গ্রন্থাগার ও সরকারি বিভিন্ন স্থাপনাতে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ দেবে।”