ফেডারেশন কাপে মোহামেডান–আবাহনীর ‘বাঁচা–মরা’র লড়াই আজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এ মুহূর্তে শীর্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু ফেডারেশন কাপে সাদা–কালোদের অবস্থা কিছুটা নড়বড়ে। গ্রুপের প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরে যাওয়া আলফাজ আহমেদের দলকে আজই নামতে হচ্ছে বাঁচা–মরার লড়াইয়ে। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড। ম্যাচটা হেরে গেলে গতবারের রানার্সআপদের সেমিফাইনালে ওঠার দৌড়টা হয়ে পড়বে ‘যদি’ ও ‘কিন্তু’র ওপর নির্ভরশীল। লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা মোহামেডান নিশ্চয়ই চাইবে না ফেডারেশন কাপের লড়াই থেকে ছিটকে পড়তে।
মোহামেডান–আবাহনীর লড়াইয়ে দুই বছর ধরেই আধিপত্য মোহামেডানেরই। ২০২৩ সালের জানুয়ারিতে লিগে সর্বশেষ আবাহনী জিতেছিল মোহামেডানের বিপক্ষে। এরপর লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে আবাহনী ৬ ম্যাচে মোহামেডানের বিপক্ষে জয়হীন। মোহামেডান জিতেছে ৩ ম্যাচ, বাকি ৩ ম্যাচ ড্র। প্রিমিয়ার লিগে কিছুদিন আগেই আবাহনীকে হারিয়েছে মোহামেডান।