ভারত-অস্ট্রেলিয়ায় ঝড় তোলা সৈকত আসছেন বিপিএলে

যুগান্তর প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ১০:১৫

সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে কঠিন সব সিদ্ধান্ত নিয়ে সারা ফেলেছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মেলবোর্ন ও সিডনি টেস্টে সৈকত বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়ে ভারত ও অস্ট্রেলিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন। প্রথমে যশস্বী জয়সওয়ালকে আউট দেওয়া নিয়ে বিতর্ক হলেও পরে প্রমাণিত হয়েছে সৈকতই ঠিক ছিলেন।


এমন সাহসী আম্পায়ারিংয়ে খ্যাতি কুড়ানোর পর এবার তিনি নিজ দেশ বাংলাদেশে ফিরছেন। চলমান বিপিএলেও দেখা যাবে তাকে। যা নিশ্চিত করেছে বিসিবি।


এবারের বিপিএলে শুরু থেকেই দেখা মিলছে রানের। রান বন্যার এই আসর দর্শকদের কাছে প্রশংসা কুড়ালেও মাঠের বাইরে বিসিবির নানা ইস্যু নিয়ে ভক্তদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। তাছাড়া চলতি বিপিএলেও বেশ কিছু ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ছিল প্রশ্ন। তবে সৈকত আসলে সে জায়গায় যে উন্নতি বাড়তে তা নিশ্চিতভাবেই বলা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও