![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2025January/suicide-freepik-050125-01-1736080892.jpg)
আত্মহত্যা প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে এআই
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ১৬:১৫
আত্মহত্যার ঝুঁকিতে থাকা রোগীদের শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই— এমনই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
‘ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার’-এর এই যুগান্তকারী গবেষণায় নেতৃত্বে দিয়েছেন ড. কলিন ওয়ালশ।
গবেষণায় দেখা গেছে, ‘ভ্যান্ডারবিল্ট সুইসাইড অ্যাটেম্পট অ্যান্ড আইডিয়েশন লাইকলিহুড মডেল বা ভিএসএআইএল’ নামের এক এআই সিস্টেম নিয়মিত ভিজিটের সময় উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের বাছাই করতে ডাক্তারদের সাহায্য করতে পারে।