শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকার একাদশে ছিলেন না সাব্বির
শৃঙ্খলতাজনিত কারণে বাদ পড়া সাব্বির রহমানের জন্য নতুন কিছু নয়। ক্যারিয়ারে অসংখ্যবার এই কারণে নিষেধাজ্ঞায় পড়েছেন। এমনকি জরিমানাও গুনেছেন বড় অঙ্কের। তাও কয়েক দফা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে ফের সেই একই কারণে এবার ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে তাকে বাদ দিয়েছে কোচ খালেদ মাহমুদ সুজন।
বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে ঢাকা। তিন ম্যাচেই হেরে তলানিতে রয়েছে দলটি। হারের বৃত্তে থাকলেও সাব্বিরকে কোনো ম্যাচে রাখেন কোচ কোচ সুজন। কম্বিনেশনের কারণে বাদ দেওয়া হলেও এরসঙ্গে রয়েছে রয়েছে চিরাচরিত সেই শৃঙ্খলতাজনিত ইস্যু। সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন খোদ কোচই।
সিলেট পর্বে নামার আগে সুজন বলেন, 'সাব্বিরকে আমরা খেলাতে পারিনি, কম্বিনেশনের কারণে। এছাড়াও কিছু অন্য ইস্যু ছিল। অনেকেই হয়তো বলেছেন ফেসবুক বা সামাজিক মাধ্যমে... জানে না বলে হয়তো মন্তব্য করে দেওয়াটা অনেক সহজ। এখানে আমার হাত ছিল না। অধিনায়কও ছিল দলে, তারও বলার থাকে অনেক কিছু। ট্রেনিংয়ের ব্যাপারগুলো থাকে, যেগুলো আমরা বলতে পারি না অনেক কিছু।'
- ট্যাগ:
- খেলা
- জরিমানা
- শৃঙ্খলা ভঙ্গ