লিভারপুল বলেই কি ইউনাইটেড এত ভালো খেলল
প্রথম আলো
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৭
গতকাল সারা দিন অ্যানফিল্ড রোডের চারপাশ ছিল শুভ্র তুষারে ঢাকা। পথঘাট, মাঠের যেসব ছবি সামনে আসছিল, সাদা রং ছাড়া পৃথিবীতে আর কোনো রঙের যেন অস্তিত্বই নেই। সাদায় ছেয়ে যাওয়া অ্যানফিল্ডে লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটা শেষ পর্যন্ত হবে কি না তা নিয়েও ছিল শঙ্কা।
এমন মনমরা পরিবেশে কিছুটা প্রাণ ফেরালেন লিভারপুল ও ইউনাইটেডের দুই কিংবদন্তি জেমি ক্যারাঘার আর গ্যারি নেভিল। ম্যাচের আগে ভাইরাল এক ভিডিওতে ক্যারাঘারকে দেখা যায় মাঠের ভেতর থেকে বেলচা দিয়ে তুষারকণা বাইরে ফেলতে, আর নেভিল ভেতরে।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- লিভারপুল
- ম্যানচেস্টার সিটি