নতুন বছরে যেমন নেইলপলিশ

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:১৮

বড় নখ রাখা যে কারও ব্যক্তিগত পছন্দের বিষয়। যাঁরা নখ বড় রাখতে ভালোবাসেন, তাঁদের জন্য বিখ্যাত ম্যাগাজিন ‘ভোগ’ এবার ১০টি ট্রেন্ডের কথা উল্লেখ করেছে। ২০২৫ সালের নখের ট্রেন্ড বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এ বছরে নখের ডিজাইন ও ফিনিশিংয়ের ক্ষেত্রে আরও বোল্ডনেস দেখা যাবে।


নখের আকার


ওভাল আকৃতি


নখের দুটি আকার সব সময় দেখা যায়। নেইল আর্টিস্ট জিনা অ্যাডওয়ার্ডস ভোগ ম্যাগাজিনকে বলেছেন, এ বছর জনপ্রিয় হবে ওভাল নখ। ডিমের আকারের সঙ্গে তুলনা করা হয় এগুলোকে। এই ধরনের নখ সাধারণত লম্বা ও তীক্ষ্ণ হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও