You have reached your daily news limit

Please log in to continue


বক্স অফিসে দেবের হুঙ্কার, ‘খাদান’ কে ব্লকবাস্টার ঘোষণা

নতুন বছরের প্রথম দিন থেকেই ওপার বাংলায় সব রেকর্ড ভাঙতে চলেছে দেব অভিনীত ছবি ‘খাদান’। বলা হচ্ছে, এই ছবি দিয়েই বাংলা বাণিজ্যিক ছবির স্বর্ণযুগ ফিরিয়ে এনেছেন দেব। শুধু তাই নয়, নিজের ছবির প্রোমোশনে নিজের সর্বোচ্চটা দিয়েছেন এই নায়ক; আর সেই ছাপই পড়েছে বক্স অফিসে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ২০২৫ সালের ১ জানুয়ারি বক্স অফিসে ১.৬০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। দিনের মাঝামাঝি সময়ে ‘খাদান’ এর শো ছিল হাউজফুল।

এবার জানা গেল, মুক্তির ১৫ দিনের মাথায় ‘খাদান’ আয় তুলেছে ১২.৩ কোটি রুপি। আর এই তথ্য জানিয়েছে ছবির অন্যতম প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস। তারা আরও জানিয়েছে, নতুন বছরে ছবির ৩১০টি শো হাউসফুল ছিল। ইতোমধ্যে এই ছবিকে ব্লকবাস্টারও ঘোষণা করা হয়েছে। ছবিটি পুরো পশ্চিমবঙ্গের সিনেমাহলের প্রায় ৮৫ শতাংশ দখল করেছিল বলে দাবি করা হয়েছে।

পশ্চিমবঙ্গের বাইরেও মুক্তি পেতে চলেছে দেবের এই সিনেমা। অর্থাৎ, বাংলার বাইরে থাকা বাঙালিও দেখতে পারবেন ‘খাদান’। মুম্বাইতে ৫টি, দিল্লি এনিআরে ২টি, পুণে-তে ৩টি, হায়দরাবাদে ৩টি, বেঙ্গালুরুতে ১টি, আহমেদাবাদে ২টি, ওড়িশায় ১টি এবং আসামে প্রায় ৩০টির কাছাকাছি শো পেয়েছে ‘খাদান’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন