You have reached your daily news limit

Please log in to continue


ভারতকে সিরিজ হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

এক দশক পর বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্টে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে অসিরা। এতে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল।

সর্বশেষ ২০১৪-২০১৫ মৌসুমে ভারতের বিপক্ষে এই সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর টানা চার মৌসুম বোর্ডার-গাভাস্কার ট্রফি ছিল ভারতের কাছেই। অবশেষে সেই ট্রফি উদ্ধার করলো অসিরা।

দুর্দান্ত জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। বাদ পড়েছে ভারত। আগামী ১১-১৫ জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩-২০২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

আজ রোববার ৬ উইকেটে ১৪১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। মাত্র ৭.৫ ওভার ব্যাট করে ১৬ রান যোগ করেই অলআউট হয় সফরকারীরা। একে একে সাজঘরে ফেরত যান রবীন্দ্র জাদেজা (৪৫ বলে ১৩), ওয়াশিংটন সুন্দর (৪৩ বলে ১২), মোহাম্মদ সিরাজ (১১ বলে ৪) ও জাসপ্রিত বুমরাহ (৩ বলে ০)। দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে গুটিয়ে যায় ভারত। এতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৬২ রানের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন