বিটকয়েনের ১৬ বছর

প্রথম আলো প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ২২:৪০

১৬ বছর আগে ২০০৯ সালে ভার্চ্যুয়াল মুদ্রা বিটকয়েন চালু হয়। ২০০৯ সালের ৩ জানুয়ারি বিশ্বের প্রথম ও এখন পর্যন্ত বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ‘জেনেসিস ব্লক’ নামে চালু হয়েছিল। এটি এখন মাইনিং নামে পরিচিত। জেনেসিস ব্লক ‘ব্লক নম্বর জিরো’ বা শূন্য নামেও অভিহিত করা হয়। ২০০৯ সালের ৩ জানুয়ারি বিটকয়েনের স্রষ্টা বা নির্মাতা হিসেবে সাতোশি নাকামোটো নামের রহস্যময় এক ব্যক্তি বা কোনো দলের মাধ্যমে বিটকয়েন চালু হয়।

প্রথম বিটকয়েন ব্লকে একটি বিশেষ সংকেতে একটি প্রতীকী বার্তা অন্তর্ভুক্ত ছিল। সেই বার্তায় ব্রিটিশ দৈনিক দ্য টাইমসে ২০০৯ সালের ৩ জানুয়ারি ব্রিটিশ অর্থমন্ত্রী ব্যাংকের জন্য দ্বিতীয়বারের মতো বেলআউট করার সংবাদের শিরোনাম দেখা যায়। ২০০৮ সালের ২৮ অক্টোবর সাতোশি নাকামোটো বিটকয়েনের শ্বেতপত্র প্রকাশ করেন। ২০০৯ সালের ৩ জানুয়ারি বিটকয়েন মাইনিং শুরু হলে ৩ জানুয়ারি ক্রিপ্টোকারেন্সির জন্মদিন পালন করা হয়।


২০০৯ সালের ৯ জানুয়ারি বিটকয়েন সফটওয়্যার প্রথম প্রকাশ করা হয়। ১২ জানুয়ারি বিটকয়েন নেটওয়ার্কে প্রথম লেনদেনের নজির দেখা যায়। সাতোশি ও কিংবদন্তি সাইফারপাঙ্ক হ্যাল ফিনির মধ্যে ১৭০ নম্বর ব্লকে রেকর্ড করা হয়েছিল। প্রথমবার তখন সাতোশি ১০ বিটকয়েন পাঠান হ্যাল ফিনিকে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও