You have reached your daily news limit

Please log in to continue


ছাত্র-জনতার বিপ্লবে স্বৈরশাসকের পতন হচ্ছে: ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের কারণে দীর্ঘ দেড় যুগের স্বৈরশাসকের পতন হয়েছে। তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কেন তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে আমাদের তা উপলদ্ধি করতে হবে এবং তা থেকে শিক্ষা নিতে হবে।

শনিবার তিনি মোরেলগঞ্জ সদর আবদুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবির) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামকে তার নিজ জন্মভূমি মোরেলগঞ্জবাসীর পক্ষ থেকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বিএনপির সিনিয়র নেতা ড. মঈন খান বলেন, ছাত্র জনতার আন্দোলনে এদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। একজন রাজনীতিবিদ গুলির সামনে দাঁড়াতে সক্ষম নয় কারণ তার পিছু টান থাকে। কিন্তু একজন ছাত্র অন্যায়ের প্রতিবাদ ও স্বৈরাচারের গুলির সামনে বুক পেতে দিতে দ্বিধাবোধ করে না। তার প্রমাণ বিশ্ববাসী দেখেছে আবু সাঈদের আত্মত্যাগের দৃশ্য।

তিনি আরও বলেন, একটি জাতিকে ধ্বংস করতে সর্বপ্রথম ধ্বংস করতে হবে শিক্ষাকে। ঠিক তাই করেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন