আ.লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই সব বিরোধী দলকে নিষিদ্ধ করতে চায়: মঈন খান

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আওয়ামী লীগের হাতে নিরাপদ নয়। গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই তারা সব বিরোধী দলকে নিষিদ্ধ করে দিতে চায়।’ আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। 


এ সময় আওয়ামী লীগের দলীয় ফোরামে বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠার বিষয়ে মঈন খানের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আইন বলতে যেটা বোঝায়, তাদের (আওয়ামী লীগ নেতা) মুখ থেকে যে কথা বের হয়, সেটাই তাদের আইন।’


এ প্রসঙ্গে মঈন খান আরও বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাস না করলেই একটি সরকার দেশ থেকে সব বিরোধী দলকে নিষিদ্ধ করে দিতে পারে। সরকার সেই পথে আজকে হাঁটছে। কাজেই দেশের ১৮ কোটি মানুষকে আজকে সতর্ক হতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আওয়ামী লীগের হাতে নিরাপদ নয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও