এআই ডেটা সেন্টার নির্মাণে ৮ হাজার কোটি ডলার বিনিয়োগ মাইক্রোসফটের
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণে এবং এআই ক্লাউডভিত্তিক অ্যাপ্লিকেশনগুলো উন্নয়নের দিকে নজর দিচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এ কারণে চলতি ২০২৪-২৫ অর্থবছরে এআই ডেটা সেন্টার নির্মাণের জন্য ৮০ বিলিয়ন ডলার বা ৮ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি।
শুক্রবার (৩ জানুয়ারি) এক ব্লগ পোস্টে এসব তথ্য জানিয়েছে মাইক্রোসফট।
২০২২ সালে ওপেন এআই চ্যাটজিপিটি চালু করার পর এআই প্রযুক্তিতে বিনিয়োগ ব্যাপকভাবে বেড়েছে। কারণ, বিভিন্ন খাতের কোম্পানিগুলো তাদের পণ্য ও সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে চাচ্ছে।
এআই প্রযুক্তি পরিচালনার জন্য অনেক বেশি কম্পিউটিং শক্তির প্রয়োজন। কারণ, এআই মডেলগুলোকে কাজ করাতে অনেক বড় তথ্য প্রক্রিয়া করতে হয়। এর জন্য বিশেষ ধরনের ডেটা সেন্টারের প্রয়োজন, যেখানে হাজার হাজার চিপ একত্রে কাজ করতে পারে।এই চিপগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে শক্তিশালী গ্রুপ (ক্লাস্টার) তৈরি করে, যা এআই প্রযুক্তিকে দ্রুত এবং কার্যকরভাবে চালাতে সাহায্য করে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বিনিয়োগ
- ডেটা সেন্টার
- মাইক্রোসফট