এফডিসিতে অঞ্জনাকে শেষ বিদায়, সমাহিত হলেন বনানীতে

কালের কণ্ঠ বনানী কবরস্থান প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ২১:৪৬

শেষবারের মতো এফডিসিতে এলেন এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা অঞ্জনা। তবে ততক্ষণে এ পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি বিদায় নিয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টা ২৫ মিনিটে অঞ্জনার মরদেহ বহনকারী গাড়িটি এফডিসিতে পৌঁছালে সৃষ্টি হয় শোকাবহ পরিস্থিতির।


শেষবারের মতো এই চিত্রনায়িকাকে দেখতে আসেন দীর্ঘদিনের সহকর্মী, ভক্ত থেকে সংবাদকর্মীরা।

জোহরের নামাজের পর প্রথম জানাজা শেষে মরদেহ নেয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে নেওয়া হয় বনানী কবরস্থানে। সেখানেই তাকে দাফন করা হয়।


শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটে তাঁর দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রীর ছেলে নিশাত রহমান মনি।


এরআগে, শুক্রবার রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অঞ্জনা রহমান। এর আগে বুধবার (১ জানুয়ারি) রাতে অভিনেত্রীকে একটি বেসরকারি হাসপাতাল থেকে সেখানে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতিতে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও