রূপচর্চায় চকোলেট ব্যবহার করবেন যেভাবে

যুগান্তর প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:৪৫

চকোলেট খেতে কার না ভালো লাগে। যদি চকোলেট খেতে একেবারে মানা করে দেন চিকিৎসকরা, তা হলে কাজে লাগিয়ে ফেলুন রূপচর্চায়। আপনার ত্বক জেল্লা ফেরাবে। আর ডার্ক চকোলেট এমনিতেই উপকারী। আর যদি সেই চকোলেট ফেস-মাস্ক বানানো যায়, তা হলে তো কথাই নেই। ত্বক যদি শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে গিয়ে থাকে তাহলে নিঃসন্দেহে তাতে প্রাণ ফেরাবে চকোলেট ফেশিয়াল। আর ত্বক জেল্লাদার হবে খুব দ্রুতই।


যেভাবে চকোলেট মাস্ক বানাবেন—


পরিমাণমতো ডার্ক চকোলেটের (গুঁড়ো বা গলানো) সঙ্গে অলিভ অয়েল এবং একটি ডিমের কুসুম মিশিয়ে মাস্ক তৈরি করুন। চাইলে ডিম না-ও মেশাতে পারেন। একই মাস্ক চুলের পক্ষেও ভালো। ১৫ মিনিট রেখে সামান্য গরম পানিতে ধুয়ে ফেলুন। কয়েক দিনেই ত্বক জেল্লাদার হবে।


চকোলেট মাস্ক ব্যবহারে ত্বকের উপকার


ডার্ক চকোলেটে নানা ধরনের ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি-অক্সিড্যান্ট থাকায় ত্বকের কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। রুক্ষ ত্বক সতেজ করে। আর রোদ লেগে ত্বক পুড়ে যাওয়া, ত্বক বুড়িয়ে যাওয়া ও কালচে ছোপ পড়ার মতো সমস্যা থেকে রেহাই দিতে পারে চকোলেট ফেশিয়াল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও