You have reached your daily news limit

Please log in to continue


তিন দিন পর সূর্যের উত্তাপ পেল খেটে খাওয়া মানুষ

টানা তিন দিন রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সূর্যের দেখা মেলেনি বললেই চলে। পৌষের শীতের হিমেল হাওয়া কাঁপুনি ধরিয়ে দেওয়ার পর শনিবার সকালে রোদ উঁকি দিয়েছে; স্বস্তি ফিরেছে নগরজীবনেও।

গেল তিন দিন ধরেই প্রায় দিনভর রাজধানী ছিল কুয়াশার চাদরে ঢাকা। দিনভর ঠাণ্ডা হাওয়ায় ভুগতে হয়েছে বাইরে খেটে খাওয়া মানুষ আর সকাল-সকাল অফিসগামী যাত্রীদের।

ভুগেছেন বাইরে খেটে খাওয়া মানুষ

রাজধানীর মহাখালী এলাকার রিকশাচালক মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইজ অন্যদিনের চাইয়া সকালে একটু শীত কম। এই কয়দিন ঠাণ্ডা আর কুয়াশায় কাবু হইয়া গেছি। রিকশার হ্যান্ডেল ধইরা রাখতেও কষ্ট হইছে। রাইতেও তাড়াতাড়ি গাড়ি বন্ধ করছি। কষ্টই হইছে কয়দিন।”

মহাখালীতে আইসিডিডিআর'বির সামনের চা দোকানি জামাল হোসেন বলেন, “এই দুই-তিনদিন অনেক ঠাণ্ডা পড়ছে। সকালে তো দোকানই খুলতে পারি নাই। আজ আবার সকালে রোদ উঠায় দোকান খুলছি।”

কয়েকদিনের শীতে বিক্রি বেড়েছে শীতবস্ত্রের। এই এলাকায় ফুটপাতে শীতবস্ত্র বিক্রেতা মো. জিহাদ বললেন, “এই কয়েকদিন বেচাবিক্রি একটু ভালো হয়েছে। আসলে শীত কম পড়লে তো আর মানুষ শীতের জামাকাপড় কিনতে চায় না।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন