একদিনে ঢাকার চার শাখায় শিবিরের কমিটি গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা মহানগর উত্তর শাখার কমিটি গঠন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (৩ জানুয়ারি) চার শাখায় পৃথক পৃথক সম্মেলনের মাধ্যমে এসব কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
জাবি : শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন মহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি হয়েছেন মোস্তাফিজুর রহমান।
জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি হিসেবে আসাদুল ইসলাম ও সেক্রেটারি হিসেবে রিয়াজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
ঢাকা কলেজ : ২০২৫ সেশনের জন্য ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি পদে আবদুল হক মানিক নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি মনোনিত হয়েছেন মোস্তাকিম আহমেদ।
ঢাকা মহানগর উত্তর : ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান, আর সেক্রেটারি মনোনিত হয়েছেন রেজাউল করিম শাকিল।