গ্যাস সংকট: বিকাল পর্যন্ত রান্নাই করা যাচ্ছে না অনেক এলাকায়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪৯
ঢাকা শহরের ‘বহুদিনের গ্যাসের সমস্যা’ কয়েক দিন ধরে এতটা তীব্র হয়েছে যে কিছু এলাকায় দিনের বেশির ভাগ সময় গ্যাসই থাকছে না; কিছু এলাকায় থাকলেও সরবরাহ সামান্য।
বিতরণ সংস্থা ‘তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের’ পক্ষ থেকে বলা হয়েছে, এলএনজি টার্মিনাল মেরামতের কারণে গ্যাস সরবরাহ কমে আসায় ‘কিছু এলাকায়’ সংকট তীব্র হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকার একাধিক গ্রাহক অভিযোগ করেছেন, তাদের তিতাসের লাইনে গ্যাস সরবরাহ বৃহস্পতিবার প্রায় সারা দিন বন্ধ ছিল।
সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে বনশ্রী, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, বাসাবো ও আজিমপুরের বাসিন্দাদের।
ধানমন্ডি আবাহনী মাঠের পেছনের এলাকার বাসিন্দা রাম চন্দ্র বলেন, “গত নভেম্বর থেকে সমস্যা বেড়েছে। ভোর থেকে বিকাল ৩টা পর্যন্ত লাইনের গ্যাসে রান্নাই করা যায় না।”