‘চোখের সামনে মানুষটারে মাইরা ফালাইল, চাইরটা সন্তানের কী হইব’

প্রথম আলো শ্রীপুর (গাজীপুর) প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ২২:১৮

স্ত্রী ও চার সন্তানকে নিয়ে প্রাইভেট কারে ঢাকা থেকে গাজীপুরের শ্রীপুরে যাচ্ছিলেন ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলাম ওরফে বাদশা (৪০)। যানজটের কারণে শ্রীপুরে শ্বশুরবাড়িতে পৌঁছাতে তাঁদের রাত তিনটা বেজে যায়। তখন হাসিবুলের স্ত্রীকে ঘিরে ধরে ১৫ থেকে ২০ জনের কিশোর-তরুণদের একটি দল। একপর্যায়ে তারা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হাসিবুল বাধা দেন। তখন স্ত্রী-সন্তানদের সামনে হাসিবুলকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে তারা। স্বামীকে হারিয়ে স্ত্রী মাহমুদা আক্তার বলেন, ‘চাইরটা সন্তানের এখন কী হইব? চোখের সামনে মানুষটারে এইভাবে মাইরা ফালাইল।’


গতকাল বুধবার দিবাগত রাতে শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল বরিশালের বানারীপাড়া উপজেলার ইলোহার গ্রামের বাসিন্দা। তবে শ্রীপুরে শ্বশুর মোহাম্মদ আলীর বাড়িতে থাকতেন। সেখানে তাঁর একটি ওষুধের দোকান আছে।

আজ বৃহস্পতিবার সকালে নিহত হাসিবুলের শ্বশুরবাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের ভিড়। বাড়ির ভেতর কান্নার আওয়াজ। আহাজারি করছেন নিহত হাসিবুলের শাশুড়ি হনুফা বেগম। কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘আমাদের পরিবারে সেই আছিল একমাত্র ভরসার মানুষ। বাড়িঘর দেইখা রাখা, স্ত্রী-সন্তান ও আমারে দেইখা রাখার আর কেউ রইল না। যারা আমার মেয়ের জামাইরে মারছে, আমি তাদের ফাঁসি দেইখা মরতে চাই।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও