You have reached your daily news limit

Please log in to continue


চিত্রনায়িকা অঞ্জনার শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে নেওয়া হয়েছে

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। গতকাল বুধবার রাতে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। সেখানে তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতিতে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসক। প্রথম আলোকে আজ বৃহস্পতিবার সকালে এই নায়িকার পরিবারের পক্ষ থেকে খবরটি জানিয়েছেন নিশাত রহমান।

নিশাত রহমান জানালেন, অঞ্জনার শ্বাসকষ্ট হচ্ছে। গতকাল এই কষ্টের মাত্রা বেড়েছে। তাই দেরি না করে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে। দেশীয় চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় এই নায়িকার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

জানা গেছে, ১৫ দিন ধরে অঞ্জনা অসুস্থ। শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায়, তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন