ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধে কার বেশি ক্ষতি

প্রথম আলো প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ২০:০৯

ইউক্রেনের ভেতর দিয়ে ৪০ বছরের বেশি সময় ধরে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ করা হচ্ছিল। ইউক্রেনের জাতীয় তেল-গ্যাস কোম্পানি নাফটোগাজ ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গাজপ্রমের মধ্যে চুক্তির ভিত্তিতে এ গ্যাস সরবরাহ করা হতো। এই দুই কোম্পানির সর্বশেষ পাঁচ বছরের চুক্তির মেয়াদ গতকাল বুধবার (১ জানুয়ারি) শেষ হয়েছে। কিয়েভ চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় গতকাল থেকে পাইপলাইনে ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেল।


দুই দেশের মধ্যে যুদ্ধ সত্ত্বেও গত ১৯ ডিসেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত যদি মস্কোর মূল্য পরিশোধ আটকে রাখা হয়, তাহলে রাশিয়ার গ্যাস সরবরাহের অনুমতির কথা বিবেচনা করা যেতে পারে।


জেলেনস্কির মন্তব্যের এক সপ্তাহ পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, চলতি বছর নতুন চুক্তি করার সময় নেই।


গ্যাস সরবরাহ করা হতো


২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানি কমেছে। এই হামলার পর থেকে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা কমানোর জন্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) চাপ বাড়তে থাকে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও