ইতিহাসে নাম লিখিয়ে উচ্ছ্বসিত তাসকিন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ২০:০৬

হাসতে হাসতে সংবাদ সম্মেলন কক্ষে ঢুকলেন তাসকিন আহমেদ। চেয়ারে বসার পরও মুখে চওড়া হাসি। সেটা নিয়েই রসিকতা করে বললেন, “এরকম জিততে পারলে তো হাসবই…।” তবে দলের জয়ই শুধু নয়, তার এমন ফুরফুরে থাকার কারণ আছে আরও। দিনটি তো তারই!


টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট পাওয়াই অনেক বড় ব্যাপার। তাসকিন সেখানে একাই নিয়েছেন সাত উইকেট! বিপিএলে বৃহস্পতিবার তাসকিনের রেকর্ড গড়া পারফরম্যান্সের পথ ধরে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে দুর্বার রাজশাহী।


আইসিসির সব সদস্য দেশ টি-টোয়েন্টি মর্যাদা পেয়ে যাওয়ার পর বিচিত্র সব রেকর্ড হয় এখন নিয়মিতই। বিশ্বজুড়ে এত টি-টোয়েন্টি ম্যাচ হয় যে, হিসেব রাখাও কঠিন। তার পরও এক ম্যাচে সাত উইতেট শিকারের নজির ছিল তাসকিনের আগে স্রেফ দুটি।


বিপিএলে প্রথমবার সাত শিকারের কীর্তি গড়ার পর ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে তাসকিন বললেন, এই অর্জনের ওজন তিনি জানেন।


"ফাইফার (৫ উইকেট) তো যে কোনো সংস্করণেই অনেক স্পেশাল। কারণ অনেকবার ৩-৪ উইকেট পেয়েছি। কিন্তু একটু ভাগ্যও লাগে ৫ উইকেট পেতে। আমার জন্য এটা বড় পাওয়া। যেহেতু আমি বাংলাদেশের ছেলে, বিপিএলের ইতিহাসে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও, এটা আমার জন্য গর্বের ব্যাপার।"


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও