বিজয়ের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, দ্বিতীয় হার ঢাকার

জাগো নিউজ ২৪ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ১৯:৩১

প্রথমে বল হাতে তাসকিন আহমেদ আগুন ঝরালেন ঢাকার ব্যাটারদের ওপর, এরপর ঢাকার বোলারদের বেদড়ক পেটালেন রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। এই দু’জনের ব্যাটিং এবং বোলিংয়ে দূর্বার রাজশাহীর সামনে দাঁড়াতেই পারলো না নায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। ১১ বল হাতে রেখে ৭ উইকেটের ব্যবধানে জয় তুলে নিলো দূর্বার রাজশাহী।


বিপিএলে এবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বেশ ভালোই দেখা যাচ্ছে। প্রায় প্রতিটি ম্যাচেই রান উঠছে। চার-ছক্কার নহর বইছে। আজ বৃহস্পতিবারও যেমন মোটামুটি হাই স্কোরিং ম্যাচ হলো। নায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস ১৭৪ রান করেও নিরাপদ থাকলো না।


অধিনায়ক এনামুল হক বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে এবারের বিপিএলে প্রথম জয় পেলো দূর্বার রাজশাহী। টানা দ্বিতীয় ম্যাচ হারলো ঢাকা ক্যাপিটালস।


বল হাতে প্রথমে ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। যা বিপিএলের ইতিহাসে সেরা বোলিং। এরপর ৪৬ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়। তার ইনিংস সাজানো ছিল ৯টি বাউন্ডারি এবং ৩টি ছক্কায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও