অবশেষে বাদ মিচেল মার্শ, স্বপ্নের ব্যাগি গ্রিন পাচ্ছেন বাউ ওয়েবস্টার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ১২:১৪

ব্যাটে নেই রান। বোলিংয়ে পূরণ হচ্ছে না দলে চাওয়া। মিচেল মার্শের পারফরম্যান্স নিয়ে তাই ছিল তুমুল আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠছিল একাদশে তার জায়গা নিয়ে। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার অ্যালান বোর্ডার মেডেলের গত বছরের বিজয়ী এই অলরাউন্ডার শেষ পর্যন্ত জায়গা হারালেন দলে। ভারতের বিপক্ষে সিডনি টেস্টের অস্ট্রেলিয়া দলে সুযোগ পাচ্ছেন আরেক অলরাউন্ডার বাউ ওয়েবস্টার।


শেফিল্ড শিল্ডে দুর্দান্ত পারফর্ম করে যাওয়া ওয়েবস্টার স্কোয়াডে ছিলেন আগে থেকেই। মার্শের জায়গায় তাকে একাদশে নেওয়ার দাবি নানা প্রান্ত থেকেই উঠছিল। অবশেষে ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৫ হাজারের বেশি রান করে ও প্রায় দেড়শ উইকেট নেওয়ার পর টেস্ট অভিষেক হতে চলেছে তার। অস্ট্রেলিয়ার টেস্ট ক্যাপ ব্যাগি গ্রিন পাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে তার ৩১ বছর বয়সে।


অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট আসর শেফিল্ড শিল্ডের গত মৌসুমে ৫৮.৬২ গড়ে ৯৩০ রান করার পাশাপাশি ৩০ উইকেট নিয়েছিলেন ওয়েবস্টার। এক মৌসুমে ৯০০ রান ও ৩০ উইকেটের ডাবল তার আগে সবশেষ করেছিলেন সেই ১৯৬৩-৬৪ মৌসুমে কিংবদন্তি গ্যারি সোবার্স। চলতি মৌসুমে শেফিল্ড শিল্ডে চার ম্যাচ খেলে ৩০৩ রান করেছেন তিনি ৫০.৫০ গড়ে, উইকেট নিয়েছেন ৯টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও