আজ চিন্ময়ের জামিন চাইবে সুপ্রিম কোর্টের আইনজীবীদের দল

ডেইলি স্টার প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ১০:৩০

চট্টগ্রামে আজ প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের ১১ জনের একটি দল অংশ নেবে।


আদালত সূত্র জানায়, অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে আইনজীবীদের দলটি চিন্ময়ের পক্ষে শুনানিতে অংশ নেবেন।


জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলার আসামি চিন্ময় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রও।


যোগাযোগ করা হলে আইনজীবী অপূর্ব দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে চট্টগ্রামে এসেছি। চিন্ময়ের জামিনের জন্য আদালতে আবেদন করব আমরা।'


গত ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও