রাজধানীসহ বিভিন্ন স্থানে ঘন কুয়াশা কেন, এমন অবস্থা থাকবে কয় দিন

প্রথম আলো প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৫৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশার দাপট। সেই সঙ্গে কমেছে তাপমাত্রা। আর তাতে বেড়েছে শীত। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি তীব্র হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ তাপমাত্রা গতকাল বুধবারের চেয়ে কমে গেছে।


এবারের শীতের মৌসুমে এতটা কুয়াশা আগে দেখা যায়নি। ডিসেম্বর মাসে তাপমাত্রা সেই মাত্রায় কমেনি, খুব ঘন কুয়াশাও দেখা যায়নি বেশি সময় ধরে। এর কারণ হলো, গত মাসে অন্তত তিনটি লঘুচাপ দেখা গেছে বঙ্গোপসাগরে। আর লঘুচাপের কারণে দিনের তাপমাত্রা গেছে বেড়ে। তাই শীতও ততটা পড়েনি।


তবে গত মাসের শেষ দিক থেকেই শীতের অনুভূতি বাড়তে থাকে। গতকাল ২০২৫ সালের প্রথম দিনেও তাপমাত্রা ছিল অপেক্ষাকৃত কম। আর এর সঙ্গে আছে কুয়াশা।


এখন যে কুয়াশা দেখা যাচ্ছে, তাকে আবহাওয়াবিদেরা বলেন ‘অ্যাডভেকশন ফগ’ বা পরিচালন কুয়াশা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও