You have reached your daily news limit

Please log in to continue


ইইউ’র শেনজেন অঞ্চলে যোগ দিয়েছে রোমানিয়া-বুলগেরিয়া

রোমানিয়া এবং বুলগেরিয়া আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাসপোর্টমুক্ত অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে পূর্ণ সদস্য হিসাবে যোগ দিয়েছে।

মঙ্গলবার মধ্যরাতের পর থেকেই দেশ দুটি স্থলসীমান্তে পাসপোর্ট চেকিং বন্ধ করেছে। দুই দেশের অধিবাসীরা এখন স্থলপথে পাসপোর্ট পরীক্ষা ছাড়াই এ অঞ্চলের দেশগুলোতে যাতায়াত করতে পারবেন।

বুলগেরিয়ার প্রধানমন্ত্রী একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে বর্ণনা করেছেন। বুধবার বুলগেরিয়ার রুস শহরের কাছে একটি সীমান্ত ক্রসিংয়ে মধ্যরাতে আতশবাজি করে মুহূর্তটি উদযাপন করা হয়।

বুলগেরিয়া ও রোমানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীরা দানিউব নদীর উপর নির্মিত ফ্রেন্ডশিপ ব্রিজের একটি প্রতীকী বাধা সরিয়ে এ ঐতিহাসিক ঘটনার সূচনা করেন। ফ্রেন্ডশিপ ব্রিজ আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রধান পয়েন্ট।

সীমান্ত চেকপয়েন্টগুলো না থাকলে রোমানিয়া, বুলগেরিয়া এবং অন্যান্য ইইউ দেশগুলোর মধ্যে ভ্রমণ এবং ব্যবসা আরও সহজ হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন