‘আমাদের চার নেতা’ নামে নতুন অধ্যায়, আছেন শেরেবাংলা, ভাসানী, সোহরাওয়ার্দী, শেখ মুজিব
নতুন শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণির একটি পাঠ্যবইয়ে ‘আমাদের চার নেতা’ নামে নতুন একটি অধ্যায় যুক্ত করা হয়েছে। এতে চার নেতা হিসেবে স্থান পেয়েছেন শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে প্রত্যেকের ছবিসহ তাঁদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে।
অন্যান্য শ্রেণির পাঠ্যবইয়েও ইতিহাস–সংক্রান্ত বিষয়ে কিছু সংযোজন-বিয়োজন হয়েছে। গত বছর ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে থাকা ‘আমাদের জাতির পিতা’ অধ্যায়টি এবারের পাঠ্যবইয়ে নেই। এ ছাড়া বাংলা ও ইংরেজি বইয়েও এসেছে পরিবর্তন। বেশ কিছু গদ্য, প্রবন্ধ, উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে স্থান পেয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের বিষয়বস্তুসহ নতুন কিছু গল্প-কবিতা। এই গণ-অভ্যুত্থানের গ্রাফিতিও পাঠ্যবইয়ে যুক্ত করা হয়েছে।
আজ বুধবার শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার নতুন শিক্ষাক্রম স্থগিত করে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের পাঠ্যবই দেওয়া হচ্ছে। এ জন্য এনসিটিবি ৪১ জন বিশেষজ্ঞ দিয়ে ৪৪১টি পাঠ্যবই পরিমার্জন করেছে। এতে অনেক বিষয়বস্তু সংযোজন-বিয়োজন হয়েছে।
পাঠ্যবইয়ের পরিবর্তনের বিষয়ে কয়েক দিন আগে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান প্রথম আলোকে বলেছিলেন, এবার বাংলা-ইংরেজি বইয়ে জুলাই বিপ্লবের বিষয় যুক্ত করা হয়েছে। আর মুক্তিযুদ্ধে অন্য নায়কদের আগে অবহেলা করা হয়েছে। এবার তাঁদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। আর অতিবন্দনা পরিহার করা হয়েছে।