You have reached your daily news limit

Please log in to continue


নিজস্ব গেইম কনসোল তৈরির চেষ্টা করছে রাশিয়া

ধীরে ধীরে যতটা সম্ভব পশ্চিমা প্রযুক্তি পরিহার ও অন্যান্য দেশের ওপর প্রযুক্তিগত নির্ভরশীলতা কমাতে নিজস্ব বিভিন্ন প্রযুক্তি বিকাশে কাজ করছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় গেইম কনসোল তৈরির চেষ্টা করছে দেশটি।

বুধবার রাশিয়ার ‘স্টেট ডুমা কমিটি অন ইনফরমেশন পলিসি’র ডেপুটি চেয়ারম্যান অ্যান্টন গোরেলকিন শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তৈরি এক ঘরোয়া ভিডিও গেইম কনসোল সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট টেকস্পট।

কনসোলটিতে থাকবে একটি ‘এলব্রুস’ প্রসেসর, যেটি চালিত হবে ‘অরোরা’ বা ‘অল্ট লিনাক্স’-এর অপারেটিং সিস্টেমের মাধ্যমে। উভয়ই জনপ্রিয় অপারেটিং সিস্টেম ‘লিনাক্স’-এর সংস্করণ।

টেকস্পট বলেছে, ‘মস্কো সেন্টার অফ স্পার্ক টেকনোলজিস’-এর মাধ্যমে তৈরি হয়েছে ‘এলব্রাস’ প্রসেসরটি। আর প্রাথমিকভাবে প্রতিরক্ষা, সমালোচনামূলক অবকাঠামো ও অন্যান্য অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করা হয়েছিল এটিকে।

দুর্বল প্রকৃতির চিপসেট হলেও গোরেলকিন জোর দিয়ে বলেছেন, পুরানো বিভিন্ন গেইমের পোর্ট চালানোর জন্য ডিজাইন করা হয়নি এটি। তবে ‘ঘরোয়া ভিডিও গেইম খেলা যাবে’ এটি দিয়ে। যার মানে, এসব গেইম ডিজাইনের জন্য রাশিয়ার নিজস্ব ডেভেলপার কমিউনিটিরও প্রয়োজন হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন