২০২৫ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য
রাশি অনুযায়ী এ বছররে প্রেম-ভালোবাসা-বিয়ের অবস্থা কেমন হতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্র-মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের প্রেম-ভালোবাসা-বিয়ে সম্পর্কে পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) এই বছর বিয়ে ও প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ। কারও সঙ্গে বন্ধুত্ব গভীর হয়ে প্রেমে পড়তে পারেন। এর ফলশ্রুতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন। মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগে বন্ধুত্ব করতে যাচাই বাছাই করে নেওয়া উচিত। নয়তো ভুল যোগাযোগে শেষ পর্যায়ে খুব খারাপ হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে বিপরীত লিঙ্গ হতে পারে মেষ, সিংহ, তুলা বা ধনু রাশির জাতক/ জাতিকা। জীবন সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীলতা দীর্ঘ দিনের চাওয়া পাওয়া প্রত্যাশা মাফিক হতে পারে। প্রত্যাশার চেয়েও বেশি প্রাপ্তি হবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) এ বছর প্রেম দাম্পত্য জীবন ভালো যাবে মনে হয়। প্রেম প্রণয় রোমান্সের বিষয়ে মিশ্র ফল ঘটতে পারে। তাই শুধুমাত্র মোহবিষ্ট হয়ে আবেগীয় প্রেমে জড়াবেন না। আপনার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে খুব কম বয়সে প্রেমে জড়ানোর সূত্র সৃষ্টি হতে পারে। এই বছর পরকীয়াতে জড়ানোর সম্ভাবনা প্রবল যা সামাজিক মর্যাদা নষ্ট করতে পারে। তাই বছরটি রোমান্টিক বিষয়ে সতর্কতা অবলম্বন উত্তম। এজন্য বিয়ের ক্ষেত্রে অভিভাবকের মতামতকে গুরুত্ব দিয়ে বৃষ, কন্যা, বৃশ্চিক বা মকর রাশির কাউকে বিয়ে করলে সুখী হতে পারেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) এই বছর ভালোবাসার মূল্য পাবেন। একাধিক প্রেম আপনার কাছে নিবেদন করতে পারে। তবে প্রেম জিনিসটা আপনার কাছে পবিত্র ও নির্মল হওয়াতে যথাযথ বিচার বিশ্লেষণ করে সঙ্গী বেছে নিন। মিথুনের জাতক জাতিকা দ্বি-স্বভাব ও বায়ূ রাশি চিহ্ন হওয়াতে তেজ, ক্ষমতা লোলুপ হওয়া ও আত্মমর্যাদা সম্পন্ন। সহজেই বিপরীত লিঙ্গকে আকর্ষিত করতে পারেন। জীবন সঙ্গী মিথুন, তুলা, ধুনু ও কুম্ভ রাশির হলে একে অপরের প্রতি সহনশীলতায় নিশ্চিয়তা পেতে পারেন। বিবাহিত জীবনের সূচনা লগ্নেই বুঝতে পারবেন জীবন সঙ্গী অনন্তকাল ভালোবাসবে।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) এই বছর ভালোবাসার বিষয়টি স্থায়ীত্বের বড় অভাব দেখা দিতে পারে। একদিকে প্রেমের ফাল্গুনধারা বহমান, তবে পরক্ষণেই নিথর নিস্তব্ধ। এই বছর হঠাৎ বিয়ের আসনে বসতে হতে পারে। এমনও হতে পারে যাকে ভালোবেসেছিলেন তার সঙ্গে বিয়ে নাও হতে পারে। পারিবারিক জীবন রাখার জন্য এরা যার-পর-নাই চেষ্টা করবে। সাধারণত যারা সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাতে পারে বা গুনীজ্ঞানী ও স্নেহপ্রবণ স্বামী/স্ত্রী- এদের জন্য উপযুক্ত হতে পারে। এই রাশির জাতক/ জাতিকার সঙ্গে কর্কট, বৃশ্চিক, মকর ও মীন রাশির সঙ্গে বিয়ের ঘনিষ্টতা থাকে।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) এই বছর প্রেম সহজেই আসবে। তবে স্থায়িত্বের বড় অভাব। যেমন সহজে আসবে তেমনি সহজে মিলিয়ে যাবে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এদের প্রেমিক/ প্রেমিকা তৃতীয়জনের সঙ্গে সম্পর্ক করে ফাটল ধরাতে পারে। তারা শুধমাত্র অহংভাবকে বর্জন করতে পারলেই পারিবারিক জীবনে সুখী হতে পারবে। এ রাশির জাতক/ জাতিকা সিংহ, ধনু, কুম্ভ ও মেষ রাশির সঙ্গে দাম্পত্য জীবন যতই জটিল হোক না কেনো বিচ্ছেদের সম্মুখীন হয় না। প্রেম ও দাম্পত্য জীবনে এরা কর্তৃত্ব করতে ভালোবাসে আর এ ব্যাপারে বাধাগ্রস্ত হলে উগ্র হয়ে উঠতে পারে। যার পরিণাম মোটেই শুভ নয়।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) এ বছর যত্রতত্র প্রেম এদের মধ্যে লুকায়িত থাকতে পারে। এই মুহূর্তে একজনকে ভঅলোবোসলো আবার পরক্ষণেই আরেকজনকে ভালোলাগতে পারে। এদের বাচনভঙ্গী বিপরীত লিঙ্গকে সহজেই বেশি আকর্ষণ করে। বাকপুটুতা এদের সর্বত্র জীয় করাতে পারে। সহজেই এরা কথার চিড়া ভেজাতে পারে। এই রাশির জাতক/ জাতিকার সঙ্গে কন্যা, মকর, মীন ও বৃষ রাশির সঙ্গে প্রেম ভালোবাসা ও বিয়ের সম্পর্কের স্থায়িত্ব দেখা যায়। এরা বাকপটুতার জন্যই প্রেমে ইতিহাস সৃষ্টি করতে পারে। যেহেতু এরা মানসিক শক্তিতে চলবে সেহেতু সহজেই এরা টেনশনে ভুগবে আর একটুতেই ক্রুদ্ধ হয়ে উঠবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) এ বছর আপনাদের প্রেম পথে পথে ছড়িযে থাকবে। কিন্তু গভীরতা কারও অনুমেয় হবে না। বিপরীত লিঙ্গ যেভাবে দ্রুত আকর্ষিত হবে তেমনি প্রজ্জ্বলিত থাকবে না। তাই পাত্র/ পাত্রী যাচাই বাছাই করে প্রেমে পড়া একান্ত প্রয়োজন। কারও কারও প্রেম মানসিকতার চেয়ে দৈহিক প্রাধান্য বিস্তার করবে। যা বর্জন করা উচিত। হতে পারে বিয়ে করবেন এমন একেজনকে যাকে কোনো দিন ভালোবাসেননি। তাই অভিভাবকদের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত। সমমনা বিপরীত লিঙ্গ হতে পারে তুলা, কুম্ভ, মেষ বা মিথুন- যারা জীবনসঙ্গী হলে জীবনকে সহজ করতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) এই বছর প্রেম ভালোবাসার পথে প্রচুর বাধা বিঘ্ন আসতে পারে। যা তৃতীয় পক্ষের মাধ্যমে হতে পারে। তাই মনের গোপন কথা মনে রাখাই হবে মঙ্গলময়। নয়তো বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন। বিপরীত লিঙ্গের পরিবার পরিজন আপনাকে দেখতে এসে আপনার রূপ মাধুর্য্য দেখেই প্রশংসা করে বিয়ের প্রস্তাব দিবে। অবশ্যেই বিয়ের পর স্বামী/ স্ত্রীর সঙ্গে অতীত ব্যক্তিজীবন আলোচনা করবেন না। কারণ এই আলোচনাই বিবাহিত জীবনের বাধা হতে পারে। এই রাশির সঙ্গে বৃশ্চিক, মীন, বৃষ বা কর্কট রাশির জীবনযাপন অত্যন্ত সহজ ও সাবলীল হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) এই বছর প্রেম ভালোবাসা খুব শুভ নয়। ফলে প্রেমিক/ প্রেমিকা খুব সহজেই আঘাত পাওয়ার সম্ভাবনা। আপনাদের আবেগের জন্য প্রেম ভালোবাসা বাধাগ্রস্ত হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবন গড়ে উঠবে মেজাজের মধ্য দিয়ে। যা অহংভাবের মধ্যে এ বছর কোনো পুরানো বন্ধু/ বান্ধবী যিনি আপনাকে অস্বীকার করে অন্য বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তিনিই আপনার সঙ্গে পুনঃ সম্পর্ক স্থাপন করতে পারেন। এই রাশিক জাতক জাতিকার সঙ্গে ধনু, মেষ, মিথুন বা সিংহ রাশির প্রেম বিয়ে ভালোবাসা সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন হতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) এ বছর ভালোবাসায় সফলতা লাভ করতে পারেন। যারা এরমধ্যে বিয়ে করেছেন তাদের দাম্পত্য জীবন মোটামুটি সুখের হবে। এই রাশির জাতক জাতিকা কামনা বাসনায় পূর্ণ। তাই এদের প্রেম বিয়ে ভালোবাসা একই রাশি বা বৃষ, কর্কট বা কন্যা রাশির সঙ্গে হতে পারে। যারা বিবাহিত তারা কোনো কাজ কর্ম শুরু করার আগে অবশ্যই স্বামী/ স্ত্রীর সঙ্গে পরামর্শ করে নেবেন। এই রাশির জাতক জাতিকা জোয়ার ভাটায় বিভ্রান্ত হয় না। এরা শান্তিপ্রিয় ঘরকে সুন্দরভাবে সাজাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) এই বছর মন পরিবর্তনশীল হওয়ার কারণে একাধিক প্রেম ভালোবাসা হতে পারে। তাই স্বীয় রাশির জাতক জাতিকাদের সঙ্গ এড়িয়ে মিথুন, সিংহ বা তুলা রাশির সঙ্গে সম্পর্ক স্থাপিত হলে জীবনকে সহজ ও সুন্দর করতে পারে। এ বছর প্রেমের সূত্র ধরে অনেকে বিয়ে করবেন। অপরদিকে বিয়ে হলে আত্মীয়-স্বজনের মাধ্যমে সংসার জীবনে জটিলতা সৃষ্টি হতে পারে। অবশ্যই সতর্কতা অবলম্বন করে এই সমস্যা সহজেই এড়াতে পারেন।এই রাশির জাতক জাতিকারা প্রেমের ব্যাপারে আন্তরিক। নীরবে তারা আত্মত্যাগ করতে পারেন। গভীরভাবে ভালোবাসলে প্রকাশ করে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) এই বছর জীবনকে নিজেরাই এগিয়ে নিয়ে যাবেন। দূর পাল্লার পথ ধরে নিজেকে মুক্ত বিহঙ্গের মতো উড়ে চলতে দিতে পারেন। হৃদয় কোমল হওয়াতে সর্বদা ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। কোনো সামাজিক জমায়েতে বিপরীত লিঙ্গের কাউকে দেখে বন্ধুত্ব হওয়ার যোগ রয়েছে। বন্ধুত্বের গভীরতায় প্রেমে পতিত হতে পারেন। ফলে এ বছরেই বিয়ে হতে পারে। হতে পারে সে আপনার চাইতে বয়সে অনেক কম কেউ। মীন, কর্কট, কন্যা বা বৃশ্চিক রাশির কাউকে বিয়ে করলে সুখী-ই হবেন। মনে রাখবেন প্রেমঘটিত বিয়ে আপনাদের জন্য সুখের।
- ট্যাগ:
- লাইফ
- রাশিফল
- প্রেম-ভালোবাসা