রাজনীতিতে দূরত্ব বাড়ছে, ঐক্য ধরে রাখাই চ্যালেঞ্জ

প্রথম আলো প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ১৭:৫৬

সংস্কার ও নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে নতুন বছরে যাত্রা শুরু করল বাংলাদেশ। এখনো সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না থাকলেও বিএনপিসহ বিভিন্ন দল দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াবে বলেই দলগুলোর নেতারা বলছেন। চাপ বাড়তে পারে সংস্কার প্রশ্নেও।


গত ৫ আগস্টের অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী শাসনের পতনের পর রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজন ও ছাত্র-জনতার মধ্যে যে ঐক্য দেখা গিয়েছিল, সংস্কার ও নির্বাচন নিয়ে সেই ঐক্যের জায়গায় ইতিমধ্যে কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছে। এ বছর রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে।


সংস্কার আগে নাকি নির্বাচন আগে—এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে। দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবং এর মিত্র দল ও জোটগুলোর বেশির ভাগই প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে।


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেছেন, তাঁরা এই নতুন বছরেই নির্বাচন চান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও