নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলে রকেট ছুড়ল হামাস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ১১:৩৮
নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ফিলিস্তিনি ছিটমহল গাজার মধ্যাঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুড়েছে হামাস।
মধ্যরাত পার হয়ে বুধবার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানায়, গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে দু’টি রকেট ছোড়া হয়েছে।
ইসরায়েলি সংবাদপত্র জেরুজালেম নিউজ জানায়, স্থানীয় সময় মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টার ঘর অতিক্রম করার পর নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গাজার সীমান্ত এলাকাগুলোতে রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।