পানির ওপর পিঁপড়ার সেতু
প্রথম আলো
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ১১:৩২
প্রাণিকুলে সবচেয়ে পরিশ্রমী প্রাণীদের অন্যতম পিঁপড়া। খুদে এই প্রাণী দিনরাত পরিশ্রম করে চলে। তাদের কাজের যেন শেষ নেই। একটি পিঁপড়া নিজের ওজনের কয়েক গুণ বেশি ওজন বহন করতে পারে। স্বভাবগতভাবেই পিঁপড়া দল বেঁধে কাজ করে। তারা নিজেদের শরীর ব্যবহার করে নানা আকারের অবকাঠামো তৈরি করে ফেলতে পারে।
তাই বলে বয়ে চলা ঝিরির পানি পার হতে আস্ত এক সেতু! একটি চিরহরিৎ বনের ভেতর দিয়ে ওই ঝিরি বয়ে গেছে। নেচার ইজ অ্যামেজিং নামে একটি ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিঁপড়ার তৈরি ওই সেতুর ভিডিও প্রকাশ করা হয়েছে।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল