![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-12-31%252Fw5dciqt5%252FNew-Phototastic-Collage.jpg%3Frect%3D216%252C0%252C2741%252C1827%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
নতুন বছরে ক্রীড়াঙ্গনে যত প্রত্যাশা
ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে আরেকটি বছর। নতুন বছর শুরু হলো আজ। ভালো–মন্দের মিশেলে ২০২৪ পার করা বাংলাদেশের অ্যাথলেটরা আছেন নতুন শুরুর অপেক্ষায়। ক্রিকেট, ফুটবল, হকিসহ বিভিন্ন খেলার কয়েকজনের মুখে ২০২৫–এর প্রত্যাশার কথা।
বড় দলের বিপক্ষে বেশি সাফল্য চাই
নতুন বছরে আমার প্রথম চাওয়া, জাতীয় দল ও এর আশপাশে যে ২৫–৩০ জন ক্রিকেটার আছে, তারা সবাই যেন সুস্থ থাকে। ফিট থাকে। এটা বড় চাওয়া। টেস্টে ২০২৪ সালে আমরা তিনটি টেস্ট জিতেছি।
নতুন বছরে দেশে–বিদেশে চাইব টেস্ট জয়ের হার যেন আরও বাড়ে। সাদা বলের ক্রিকেটেও চাই জয়ের হার বাড়াতে, বিশেষ করে বড় দলের বিপক্ষে সাফল্য বেশি চাই। আমরা যেন নিয়মিত ৩২০–৩৩০ রান করতে পারি এবং প্রতিপক্ষকে তার আগে আটকাতে পারি। প্রতিপক্ষ এ রকম রান করলে যেন সেটা তাড়া করে জেতার সামর্থ্য দেখাতে পারি।
এ বছর চ্যাম্পিয়নস ট্রফি আছে। সেখানেও ভালো কিছুরই প্রত্যাশা থাকবে। ব্যক্তিগতভাবে চাওয়া বড় ইনিংস নিয়মিত খেলা। আরও নির্দিষ্ট করে বললে বেশি বেশি সেঞ্চুরি চাই, যেটা দলকে ম্যাচ জেতাবে।
- ট্যাগ:
- খেলা
- বাংলাদেশের ক্রীড়াঙ্গন
- ক্রীড়াঙ্গন