You have reached your daily news limit

Please log in to continue


হাড়ের স্বাস্থ্যের জন্য যে শাক উপকারী

দুধ, ডিম বা দই – হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য খাবারের ক্ষেত্রে এসব প্রাণিজ উৎসের কথাই মাথায় আসে।

তবে উদ্ভিজ্জ উৎস থেকেও হাড় ভালো রাখার উপাদান গ্রহণ করা যায়। আর সেগুলো হল শাক বা পত্রল সবজি।

আর শাকের মধ্যে সবচেয়ে বেশি হাড় উপকারী উপাদান থাকে কলার্ড গ্রিন’য়ে। বাংলায় যেটা খোলা পাতাকপি শাক নামে পরিচিত।

এই বিষয়ে নিউ ইয়র্ক সিটি ভিত্তিক পুষ্টিবিষয়ক প্রতিষ্ঠান এমপিএম নিউট্রিশন’য়ের প্রতিষ্ঠাতা ও পুষ্টিবিদ মারিসা (মেশুলাম) কার্প বলেন, “সব পত্রল সবজি থেকেই মিলবে হাড়ের স্বাস্থ্য ভালো রাখার উপাদান। তবে এই কলার্ড গ্রিন অন্যান্য যে কোনো শাকের চেয়ে বেশি উপকারী।”

ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রয়োজনীয় খনিজ উপাদান।

রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এই মার্কিন পুষ্টিবিদ জানান, এক কাপ সেদ্ধ করা কলার্ড গ্রিন থেকে প্রায় ২৭০ মিলিগ্রাম ক্যালসিয়াম মিলবে, যা ৮ আউন্স বা এক কাপ টক দইয়ের সমপরিমাণ।

অন্যদিকে প্রতি কাপ কেইল বা পাতাকপিতে থাকে ১৭৭ মিলিগ্রাম ক্যালসিয়াম এবং একই পরিমাণ সরিষা শাক থেকে মিলবে ১৬৫ মিলিগ্রাম।

এছাড়া এক কাপ সেদ্ধ কলার্ড গ্রিন থেকে পাওয়া যাবে ৮০০ মাইক্রোগ্রাম ভিটামিন কে। যা দৈনিক চাহিদার ৮০০ শতাংশ পূরণ করে।

কার্প বলেন, “দেহে ক্যালসিয়ামের সমন্বয় সাধনের জন্য ভিটামিন কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিটামিনের অভাব থাকলে হাড় ভঙ্গুর রোগ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন