গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, ‘বিভিন্ন সময় সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। এটা বাতিলের প্রয়োজন নেই। বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায়।’
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নুরুল হক। গণ অধিকার পরিষদের দুটি অংশ একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে বলে এতে জানানো হয়।
সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের নেতারা বক্তব্য দেন। এ সময় নতুন বাংলাদেশ গঠনে অতীতের সব ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার সিদ্ধান্ত জানানো হয়।
নুরুল বলেন, ‘জাতি একবারই স্বাধীন হয়। ’৭১–এর সঙ্গে ’২৪–এর তুলনা চলে না।’ তিনি আরও বলেন, ‘কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে। আমরা ইতিমধ্যে সরকারের নানা দুর্বলতা লক্ষ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। আওয়ামী হাই কমান্ডের লোকজন পালিয়ে যাচ্ছে, সচিবালয়ে আগুন আমাদের হতাশ করছে।’