অন্য সব গ্রহে নতুন বছরের হিসাব কেমন

প্রথম আলো প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:০৫

গ্রেগরিয়ান বর্ষপঞ্জির হিসাবে আমরা নতুন বছরে পা রাখছি। পৃথিবীতে নতুন বছর গণনা করতে আমরা ৩৬৫ দিনের হিসাবকে গুরুত্ব দিই। পৃথিবী তার নিজ কক্ষপথে সূর্যকে ৩৬৫ দিনে একবার প্রদক্ষিণ করছে, এই হিসাবেই নতুন বছর গণনা করছি আমরা। সৌরজগতের সব গ্রহে কিন্তু বছরের হিসাব এক না। একেক গ্রহ একেক গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছে, তাই বছরের হিসাব একেক জায়গায় একেক রকমের।


আমাদের বাড়ি পৃথিবী, এখানে একটি বছরকে ৩৬৫.২৫ দিন হিসাবে গণনা করা হয়। দশমিক অংশটি স্বাভাবিক হিসেবে নেওয়া হয় না, যে কারণে প্রতি চার বছর পর পর একটি নতুন দিন লিপ ইয়ার হিসেবে যোগ হচ্ছে। ৩৬৫.২৫ দিনে আমাদের গ্রহ সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ সম্পূর্ণ করতে সময় নেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও