![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-07%252Fe31d0449-d89d-43db-9cb5-694ba0b4ff32%252FUntitled_4.jpg%3Frect%3D7%252C0%252C633%252C422%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
ভারতীয় রুপির দরপতন চলছেই, ১ ডলারে পাওয়া যাচ্ছে ৮৫.৫৬ রুপি
প্রথম আলো
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩
ভারতের মুদ্রা রুপির দর আবারও কমেছে। প্রতি ডলারে এখন ৮৫ দশমিক ৫৬ রুপি পাওয়া যাচ্ছে। বাজারের ধারণা, ডলারের দর ৮৬ রুপিতে পৌঁছে যাওয়া এখন স্রেফ সময়ের বিষয়। ইতিমধ্যে রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। এ পরিস্থিতিতে বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার।
ভারতের বৈদেশিক বাণিজ্যের লেনদেনে ভারসাম্য আসছে না। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বাড়ছে ও বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে। এসব কারণে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর কমছে।