গল্পে মুগ্ধ করলেও লাভের মুখ দেখেনি মালয়ালম ইন্ডাস্ট্রি
কালের কণ্ঠ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৩২
মালয়ালাম সিনেমা ভারতের অন্যতম সমৃদ্ধ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, যা বাস্তবধর্মী গল্প, অভিনয়, এবং সিনেমাটোগ্রাফির জন্য পরিচিত। প্রতি বছর মনোমুগ্ধকর সব সিনেমা উপহার দিয়ে বিশ্বজুড়ে ভক্তদের পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছে মালয়ালাম সিনেমা। তামিল তেলেগু কিংবা বলিউডের মতো বিগ বাজেট কিংবা বক্স অফিস কালেকশন না থাকলেও গল্প আর নিখুঁত নির্মাণে মালায়লাম ইন্ডাস্ট্রি এখন সিনেমাপ্রেমীদের আস্থার জায়গা। তবে শুধু চোখের শান্তি হলেই ইন্ডাস্ট্রির উন্নয়ন হয় না।
প্রয়োজন অর্থের ঝলকানিও। এ বছর দক্ষিণী সিনেমা বক্স অফিসে দারুণ সব ব্লকবাস্টার দিয়েছে ঠিকই। তবে মালয়ালম ইন্ডাস্ট্রি এক্ষেত্রে রয়েছে পিছিয়ে। আয় ব্যায়ের হিসাবে বছরটা মালয়ালম ইন্ডাস্ট্রির জন্য তেমন সুখদায়ক ছিল না।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা
- নতুন সিনেমা