‘চীনের হাতে’ বড় হ্যাকিংয়ের শিকার মার্কিন অর্থ মন্ত্রণালয়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০০
চীনের ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকাররা’ মার্কিন অর্থ দপ্তরের সিস্টেমে ঢুকে কর্মীদের ওয়ার্কস্টেশন ও কিছু অগোপনীয় নথি হাতিয়ে নিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
বিবিসি লিখেছে, এই হ্যাকিংয়ের ঘটনাটি ডিসেম্বরের প্রথম দিকে ঘটে। এ বিষয়ে অর্থ দপ্তরের তরফে আইনপ্রণেতাদের চিঠি পাঠানোর পর তা প্রকাশ্যে আসে।
এই হ্যাকিংকে ‘বড় ঘটনা’ হিসেবে বর্ণনা করে অর্থ দপ্তর বলছে, এ ঘটনার প্রভাব তদন্তে তারা এফবিআই ও অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে।