You have reached your daily news limit

Please log in to continue


জেনে নিন ২০২৪ সালের ফ্যাশনধারায় কোন কোন অনুষঙ্গ জনপ্রিয় ছিল

বছরজুড়েই ছিল জাঙ্ক জুয়েলারি আর ধাতব গয়নার রাজত্ব। ট্রেন্ডে ছিল লম্বা চুলের সাজ, স্টাইলিশ টোট ব্যাগ আর নজরকাড়া রোদচশমা। একনজরে দেখে নেওয়া যাক, বছরজুড়ে ফ্যাশনধারায় জনপ্রিয়তা পেয়েছে কোন কোন অনুষঙ্গ।

ছোট কিংবা বড়—যে যাঁর সুবিধামতো টোট ব্যাগ বেছে নিয়েছেন এ বছর। চামড়া, রেক্সিন, কাপড়, প্লাস্টিক ইত্যাদি উপকরণে তৈরি টোট ব্যাগের সঙ্গে হাতে হাতে ঘুরেছে বাঁশ, বেত, সুতা, পাটে তৈরি ব্যাগ।

ছোট ব্যাগের মধ্যে নজর কেড়েছে চকচকে ধাতবের পার্টি ব্যাগ। নকশায় ভিন্নতা আনতে ব্যাগের হাতলে ছিল চেইন, মুক্তা আর বিডস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন